SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
Please, contribute to add content into সাংবিধানিক অন্যান্য সংস্থা.
Content
  • নির্বাহী বিভাগ হতে আলাদা করে স্বাধীন বিচার বিভাগ পৃথক প্রক্রিয়া করা হয় ১ নভেম্বর, ২০০৭ সালে
  • প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ প্রদান করেন- মহামান্য রাষ্ট্রপতি।
  • সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছর।
  • বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম- সুপ্রিম কোর্ট।
  • সুপ্রিম কোর্টের স্থায়ী আসন- ১টি, ঢাকায়।
  • সুপ্রিম কোর্টের ২টি বিভাগ- হাইকোর্ট ও আপীল বিভাগ।
  • কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে।
  • জেলা জজ হলেন- জেলা আদালতের প্রধান বিচারক।

পারিবারিক আদালতের অধিক্ষেত্রগুলো-

  • দেনমোহরানা, ভরণ-পোষণ
  • দাম্পত্য অধিকার পুনরুদ্ধার
  • বিবাহ বিচ্ছেদ
  • অভিভাবকত্ব ও শিশুদের তত্ত্বাবধান সংক্রান্ত মামলা।
Content added By
সুপ্রিম কোর্টের অধীনে
বি সি এস প্রশাসন একাডেমির অধীনে
হাইকোর্টের অধীন
আইন মন্ত্রণালয়
  • BPSC-Bangladesh Public Service Commission
  • সরকারি কর্ম কমিশন একটি- সাংবিধানিক স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান ।
  • সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান- সোহরাব হোসাইন (১৩ তম)।
  • PSC প্রধানকে নিয়োগদান করেন- রাষ্ট্রপতি।
  • সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে কর্ম কমিশনের কথা বলা আছে।
  • কমিশনের সদস্যগণের পদমর্যাদা- সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান।।
  • প্রথম চেয়ারম্যান ছিলেন- ড. এ. কিউ. এম. বজলুল করিম।
  • সাবেক পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়- ১৯৪৭।
  • উপমহাদেশে প্রথম সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত হয়- ১৯২৬ সালে।
  • বাংলাদেশ সরকারি কর্মকমিশন অবস্থিত- পুরাতন বিমান বন্দর, তেজগাঁও
Content added By
  • নির্বাচন কমিশন গঠিত হয়- ১৯৭২ সালে।
  • কাজ- নির্বাচন পরিচালনা। মেয়াদ- ৫ বছর।
  • সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়- ১১৮ নং অনুচ্ছেদ।
  • নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র, নিরপেক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান।
  • প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন- রাষ্ট্রপতি ।
  • জাতীয় পরিচয়পত্রের মেয়াদ- ১৫ বছর।
  • বাংলাদেশের নির্বাচনী আচরন বিধিমালা প্রণীত হয়- ১৯৯৬ সালে।
  • দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি এম ইদ্রিস
  • ছবিসহ ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র তৈরী কর্মসূচির নাম ছিল- অপারেশন নবযাত্রা।

ভোটার তালিকাভুক্ত হওয়ার শর্তাবলী:

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • প্রয়োজন মোতাবেক অপ্রকৃতিস্থ নয় বলে আদালত কর্তৃক ঘোষিত হতে হবে।
Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.