Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ

All Question - (614)

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

বাংলাদেশে প্রাইম কোম্পানি আমের জুস তৈরিকারী একটি প্রধান প্রতিষ্ঠান। কোম্পানিটি বড়দের জন্য বড় সাইজে এবং ছোটদের ছোট সাইজে জুস বাজারজাত করে। তারা বিভিন্ন কালারে এবং ফ্লেভারে জুস তৈরি করে বাজারে সরবরাহ করে।

বৈচিত্র্যকরণ
মোড়কের ভিন্নতা
নক্সাকরণ
ব্র্যান্ড পরিচিতিকরণ

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মি. জন তার কারখানায় জুতা তৈরি করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা বিক্রি করে। ক্রেতা আকর্ষণের জন্য প্রতিষ্ঠানটি ১ বছরের ওয়ারেন্টি প্রদান করে। বিক্রয় আশানুরূপ না বাড়ায় বর্তমানে মি. জন ব্যক্তিক বিক্রয়ের সাহায্য নেওয়ার চিন্তা করছেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

'ডেইলী নিড' একটি বৃহদায়তন সুপার শপ যারা বিভিন্ন ধরনের গ্রোসারী, মাছ, মাংস, গৃহস্থালি ইত্যাদি বিক্রয় করে। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব রায়হান এলাকার বিভিন্ন অঞ্চল থেকে পাট সংগ্রহ করে নির্জ প্রতিষ্ঠানে সংরক্ষণ করেন এবং খুলনার বিভিন্ন জুট মিলে সেগুলো বিক্রয় করেন। তিনি পাটের বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রয়মূল্য, পরিবহন খরচ এবং মুনাফার সমন্বয় ঘটান। বাজারে প্রতিযোগী থাকা সত্ত্বেও তিনি ব্যবসায়ে যথেষ্ট সফল হয়েছেন।

পণ্য - মূল্য - প্রসার - ক্রেতা
পণ্য - প্রসার - স্থান- বিক্রেতা
পণ্য -মূল্য -ক্রেতা -বিক্রেতা
পণ্য - মূল্য - স্থান - প্রসার

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মি. আজমল বিদেশ থেকে দু'ধরনের পণ্য আমদানি করেন এবং নিজস্ব ব্র্যান্ড ব্যবহার করে দেশীয় বাজারে বিক্রয় করেন। প্রথম ধরনের পণ্য হলো-টুপি, তসবিহ ও জায়নামাজ যা ঈদের পূর্বে আমদানি করেন এবং দ্বিতীয় ধরনের পণ্য হলো-শাঁখা, সিঁদুর ও ধুতি যা দুর্গাপূজার আগে আমদানি করেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জামান ব্রাদার্স জুতা তৈরি করে খুচরা বিক্রয় করে। ক্রেতা আকর্ষণের জন্য প্রতিষ্ঠানটি ১ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। আশানুরূপ বিক্রয় না হওয়ায় জামান ব্রাদার্স এখন ব্যক্তিক বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

এযা এন্টারপ্রাইজ পণ্যের সমগ্র বাজারকে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ইত্যাদির ভিত্তিতে বিভক্ত করে। বাজারে অবস্থানপূর্বক প্রয়োজনীয় বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব বকুল জাপান থেকে কার আমদানি করেন। তিনি ভোক্তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখেন যে, ঢাকা ও চট্টগ্রামে বসবাসকারীদের ক্রয়ক্ষমতা বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রামে মোটর কারের দুইটি শো-রুম গড়ে তোলেন এবং সফলভাবে ব্যবসা করেন।