SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK

বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি (Puberty or Adolescence) 
জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের (secondary sexual characteristics) উদ্ভবসহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ কৈশোর এবং সাবালকত্ব প্রাপ্তির অন্তবর্তীকালীন সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল (puberty is the time between childhood and adulthood)। আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়ঃসন্ধিকালের বয়স ১৩-১৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১১-১৩ বছর বলে বিবেচনা করা হয়।
 

বয়ঃসন্ধি কালে দৈহিক,শারীরিক ও মানসিক যেসব পরিবর্তন দেখা দেয় নিচে তা আলোচনা করা হলোঃ

বৈশিষ্ট্য পুরুষ  নারী 
লোম মুখ, বগল, শ্রোণিদেশে লোমবগল ও শ্রোণিদেশে লোম
পেশিবলিষ্ঠ ও সুগঠিত হয়তেমন নয়
মেদমুখ ও পেটে সঞ্চিত হয়কোমর ও নিতম্বে সঞ্চিত হয়
স্তনপ্রায় স্বাভাবিক থাকেপ্রচুর মেদ সঞ্চিত হয়ে সুডৌল ও উন্নত করা
কণ্ঠস্বরগাঢ়, ভারী ও গম্ভীর হয়ে উঠেমেয়েলী স্বর প্রকাশ পায়
হৃৎপিন্ডের গতি ও রক্তচাপবৃদ্ধি পায়বৃদ্ধি পায়
শ্বাসপ্রশ্বাসগভীর হয় গভীর হয়
মৌল বিপাকীয় হারবৃদ্ধি পায়হ্রাস পায়
লোহিত রক্তকণিকাঅনেক বৃদ্ধি পায়কিছু পরিমাণ হ্রাস পায়
জননাঙ্গের হরমোনউৎপন্ন ও ক্ষরিত হতে থাকেউৎপন্ন ও ক্ষরিত হতে থাকে
জননকোষশুক্রাণুসহ বীর্য উৎপন্ন ও স্খলিত হয়রজঃচক্র আরম্ভ হয়
আনুষঙ্গিক জনন অঙ্গ সুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠেসুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠে
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণমেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় ছেলেদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়
ভাববিচিত্র খেয়াল ও ভাব মনে জেগে উঠেনারীসুলভ মানসিকতার প্রকাশ ঘটে

 

Content added By

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.