SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

John spent 40 percent of his earning last month on rent and 30 percent less than what he spent on rent to purchase a new dishwasher. What percent of last month's earning did John have left over?

(Percentage (%))

Created: 1 year ago | Updated: 10 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, জন গত মাসে তার বেতনের 40% ভাড়া বাবদ খরচ করলেন। ভাড়া বাবদ যা খরচ করেছিলেন তার চেয়ে 30% কম খরচ করে তিনি একটি মেশিন কিনলেন। তার কাছে আর কত টাকা আছে?

30% কম Spend করা মানে 40 টাকার 70% খরচ করেছে মেশিন কেনায়। এখন এই 40 এর 70% = 28 টাকা। আর ভাড়া বাবদ খরচ করেছে 40 টাকা । এই 40 ও 28 যোগ করে যোগফল 100 থেকে বিয়োগ করলেই অবশিষ্ট টাকা পাওয়া যাবে।

Let, John total income is 100 Tk.

He spent 40% of his income on rent = 100 of 40%

= 100 × 40100 = 40 Tk.

Since he spent 30% less than what he spent on rent

So, he purchased dishwasher = 40 of 70%

= 40 × 7010 = 28 Tk.

Hence, John has left last month = 100-(40+28) = 32 Tk.

10 months ago

গণিত

.

Content added By
Content updated By

Related Question

View More

ক ৯ দিনে করে ১টি কাজ 

ক ১ দিনে করে ১/৯ অংশ 

আবার,

খ ১৮ দিনে করে করে ১টি কাজ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ

ক + খ একত্রে করে ( ১/৯ + ১/১৮) = ১/৬ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ 

খ ৬ দিনে করে ( ৬*১/ ১৮) = ১/৩ অংশ 

কাজ বাকি  ( ১- ১/৩) = ২/৩ অংশ 

ক+খ ১/৬ অংশ করে ১ দিনে 

ক+খ ২/৩ অংশ করে ( ৬*২/৩) = ৪ দিনে 

অতএব মোট সময় ( ৬+৪) = ১০ দিন ( উত্তর )  

11 months ago

ইংরেজিতে ফেল করেছে    (১০০- ৭০)%  =  ৩০% 

বাংলায় ফেল করেছে       (১০০- ৮০)%   = ২০% 

শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০% 

শুধু বাংলায় ফেল করেছে    = (২০ - ১০)% = ১০% 

উভয় বিষয়ে পাস করেছে     = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০% 

  প্রশ্নমতে, 

         শিক্ষার্থী সংখ্যা         ৬০%  = ৩৬০ জন

        শিক্ষার্থী সংখ্যা          ১%    = ৩৬০/৬০  জন

  ∴    শিক্ষার্থী সংখ্যা     ১০০%    = ৩৬০/৬০ ×১০০ জন

                                               = ৬০০০ জন। 

1 year ago

দেয়া আছে, 

দিন বাকি থাকে... (৮০-২০)=৬০ দিন

কাজ বাকি থাকে…(পূর্ন অংশ বা ১অংশ - ১/৫ অংশ)=৪/৫ অংশ

প্রশ্ন মতে,

          ২০ দিনে ১/৫ আংশ কাজ করে ৬০জন লোকে 

           ১   “       ১/৫  “            ” ৬০*২০ “ ”

           ১   “         ১   “            ” ৬০*২০*৫ “  ”

           ৬০  “      ৪/৫   ”        “   ৬০*২০*৫*৪/৬০*৫  ”  " 

                                                 = ৮০ জন

     অতিরিক্ত লোক লাগবে  (৮০-৬০)= ২০ জন (উওর)     

1 year ago
Promotion