SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job
তথ্য প্রযুক্তি - কম্পিউটার - প্রথম প্রজন্ম- First Generation (১৯৪২-১৯৫৯ খ্রি.)

প্রথম প্রজন্ম কম্পিউটার বা First Generation Computer (1946-1959)

পঞ্চাশ দশকের কম্পিউটারকেই প্রথম প্রজনাের কম্পিউটার হিসেবে গণ্য করা হয়ে থাকে। বায়ুশূন্য টিউব দ্বারা এ সময়ের কম্পিউটার তৈরি হতাে। হাজার হাজার ডায়ােড ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতাে বলে এরা আকারে অনেক বড় ছিল এবং টিউব। ব্যবহারের জন্য বিদ্যুৎ খরচও পড়তাে অনেক বেশি।

বৈশিষ্ট্য :

১. ভ্যাকুয়াম টিউববিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর বহুল ব্যবহার

২. চুম্বকীয় ড্রাম মেমােরির ব্যবহার

৩.মেশিন ভাষার মাধ্যমে নির্দেশ প্রদান ও প্রোগ্রামে অর্থসূচক নির্দেশ সংকেত বা কোড-এর ব্যবহার।

৪.ডেটা সংরক্ষণের জন্য ইলেক্ট্রোস্ট্যাটিক টিউব অথবা মার্কারি ডিলে লাইন-এর ব্যবহার এবং সীমিত ডেটা ধারণক্ষমতা।

৫.ইনপুট/আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চকার্ডের ব্যবহার।

৬.বিশাল আকৃতির ও সহজে বহন অযােগ্য

৭.কম নির্ভরশীলতা ও স্বল্পগতি সম্পন্ন

৮.অত্যধিক বিদ্যুৎ শক্তির খরচ ও

৯.রক্ষণাবেক্ষণ ও উত্তাপ সমস্যা।

উদাহরণ: UNIVACI, IBM 650, IBM 704, IBM 709, Mark II, Mark III ইত্যাদি।

Content updated By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.