সাধারণ বিজ্ঞান

All Written Question - (552)

প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।

9 months ago

২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। এ তারিখে সূর্যের উত্তরায়ন এর ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দ্রুত দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়


 

9 months ago

চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ৪ ভাগের ১ ভাগ, ভর পৃথিবীর ভরের ৮২ ভাগের ১ ভাগ মাত্র। এসব হিসাব মিলিয়ে চাঁদের মহাকর্ষীয় ত্বরণ ১.৬২ মিটার/সেকেন্ড২। অর্থাৎ, পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণের মাত্র ৬ ভাগের ১ ভাগ মাত্র। তাই পৃথিবীতে আপনার ওজন যদি ১০০ কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে মাত্র ১৬ কেজি!

9 months ago

রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রঙ লাল হয়। হিমোগ্লোবিন একটি প্রোটিন যা অদ 'হেমস' দিয়ে গঠিত যা লাল রঙের এবং হিমোগ্লোবিন মানুষের রক্তের সর্বাধিক অংশকে গঠন করে। হিমোগ্লোবিন হ'ল একটি মিশ্রিত প্রোটিন যেখানে গ্লোবিন নামক একটি প্রোটিন এবং একটি আয়রন আয়ন পাওয়া যায়।

9 months ago

তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।

9 months ago

বিজ্ঞানের যে শাখায় মানুষের ভৌতিক গুণাবলীর উপর ভিত্তি করে মানুষকে সনাক্ত করা হয় তাকে বায়োমেট্রিক্স বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স এর একটি শাখা। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে আঙ্গুলের ছাপের উপর ভিত্তি করে অপরাধীকে সনাক্ত করা হয়।

9 months ago