সম্পূর্ণ বিষয় একত্রে

All Written Question - (83)

মনে করি, ছোট কোণ x এবং বড় কোণ y

প্রথম শর্তমতে, x+y=90°………..(i)

এবং 2x = y……………………(i)

y এর মান (i) সমীকরণে বসাই

x+y=90°

x+2x=90°

3x=90°

x90°3=30°

10 months ago

দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য = ৪০ মিটার

এবং বাগানটির প্রস্থ = ৩০ মিটার

বাগানের ক্ষেত্রফল = ৪০×= বর্গমিটার

এখন, রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৪০+(২×) মিটার = ৪৪ মিটার

রাস্তাসহ বাগানের প্রস্থ =৩০ + (2×))মিটার = ৩৪ মিটার

 রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল = ৪৪×৩৪=১৪৯৬ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = ১৪৯৬-১২০০ =২৯৬ বর্গমিটার

10 months ago

কমলাপুর রেলওয়ে স্টেশনে দুইজন যাত্রী বসে আছে, একজন অপর জনকে বলছে তুমি আমার বাবা, তখন অপরজন উত্তরে বলে উঠল তুমি আমার ছেলে নও। তাহলে তাদের মধ্যে কন্যা-পিতা সম্পর্ক।

10 months ago

রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে (১০) অক্সিজেনকার্বণ-ডাই-অক্সাইড পরিবহন করা। রোগ প্রতিরোধ করা (১১) শ্বেতকণিকা এর কাজ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা(১২) অনুচক্রিকা এর কাজ।

9 months ago

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা হলেন (১৬ ক) রফিক উদ্দিন আহমদ, (১৬খ) শফিউর রহমান, (১৭ ক) আবুল বরকত এবং (১৭খ) আবদুল আওয়াল।

9 months ago

মুজিবনগরে বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় (১৮) ১০ এপ্রিল ১৯৭১ তারিখে। অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন (১৯) জনাব অধ্যাপক এম ইউসুফ আলী।

9 months ago

মনে করি, ছেলের বয়স = x বছর 

৫ বছর পর ছেলের বয়স = (x + ৫) বছর 

প্রশ্নমতে, x + ৫ = ১২ 

⇒ x = ১২ - ৫ = 7 

স্ত্রীর বয়স = ৪ x ৭ = ২৮ বছর 

ঐ ব্যক্তির বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর

9 months ago

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা (ক) ফাগুনে তোর আমের বনে (খ) ঘ্রাণে পাগল করে মরি হয়ে, হায় রে- ও মা (গ) ফাগুনে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।

9 months ago

আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট লোক হল ১১ জন।

9 months ago

'নির্জনতার কবি' হলেন জীবনানন্দ দাস। তাঁকে তিমির হননের কবিও বলা হয়। এছাড়া তাকে রূপসী বাংলার কবিও বলা হয়।

9 months ago

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের সুরকার ও রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী।

9 months ago

Oxygen কোন কিছু Burn করতে সাহায্য করে। আর Carbon dioxide কোন কিছু Extinguish করতে সাহায্য করে।

9 months ago