SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Blog

স্ট্রেস এবং স্ট্রেইন - এর সংজ্ঞা ( Define stress and strain)

স্ট্রেসঃ

বস্তুর স্থিতিস্থাপক বৈশিষ্ট্য অনুযায়ী বস্তুতে বাহ্যিক বল প্রয়ােগের ফলে একটি আভ্যন্তরীণ প্রতিরােধী বলের সৃষ্টি হয়, যা বস্তৃয় বিকৃতি ঘটাতে বাধা দেয় অথবা সৃষ্ট বিকৃতির বিলুপ্তি ঘটিয়ে বস্তুকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে চায় । বাহ্যিক বল প্রয়ােগের ফলে সৃষ্ট এরূপ আভ্যন্তরীণ প্রতিরােধ বলের তীব্রতাকে স্ট্রেস (পীড়ন) বলা হয় । যদি কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান P এবং বস্তুর ঐ তলের প্রস্থচ্ছেদেৱ ক্ষেত্রফল A হয় তবে স্ট্রেস, s = P/A হবে । গাণিতিক ক্ষেত্রে স্ট্রেসকে s দ্বারা প্রকাশ করা হয় ।

বিভিন্ন পদ্ধতিতে বল এবং ক্ষেত্রফলের একক অনুসারে স্ট্রেস-এর এককসমূহঃ

(ক) সি জি এস পদ্ধতিঃ gm/cm²

(খ) এফ পি এস পদ্ধতিঃ PSI

(গ) এম কে এস পদ্ধতিঃ kg / m²

(ঘ) এস আই পদ্ধতিঃ N / m² বা Pascal

স্ট্রেইনঃ 

বস্তুর স্থিতিস্থাপক বৈশিষ্ট্য অনুযায়ী বস্তুতে বাহ্যিক বল প্রয়ােগের ফলে এর আকার এবং আকৃতির পরিবর্তন ঘটে । একক প্রতি, বস্তুর আকার এবং আকৃতির যে পরিবর্তন ঘটে, তাকে বস্তুর স্ট্রেইন (বিকৃতি) বলে । একে e দ্বারা প্রকাশ রা হয় ।

Strain, e = (শেষ পরিমাপ - আদি পরিমাপ)/ আদি পরিমাপ

যদি বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আদি পরিমাপ L এবং পরিবর্তনীয় পরিমাপ x হয়, তবে e= x/L হবে। ইহা একই জাতীয়  রাশির অনুপাত হওয়ায় স্ট্রেইন এর কোন একক হয় না ।

Diploma in Mechanical Engineer
Author’s Profile