SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Blog

কি কি কারণে একটি বিজনেসে ধ্বস নামতে পারে? এসব কারণ থেকে উত্তরণের উপায় কি?

 

১) টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে দক্ষ করে তুলতে হবে।

২) পণ্য ডেলিভারি ব্যপারে সচেতন থাকতে হবে। তা নাহলে কাস্টমার নষ্ট হওয়ার সম্ভবনা থাকে। আর কস্টামার সন্তুষ্ট না থাকলে ব্যবসায় ধ্বস নামতে পারে।

৩) পরিকল্পনা সহকারে ব্যবসা চালিয়ে যেতে হবে।

৪) পণ্যের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে।

৫) বাজার চাহিদা যাচাই করে পণ্য নির্ধারণ করতে হবে।

৬) পণ্য অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।

৭) বুঝে শুনে ব্যবসা শুরু করতে হবে। 

৮) বাকীতে পণ্য সেল করা যাবে না।

৮) বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।

৯) ধৈর্য ধারণ করতে হবে।

১০) ক্রেতার সাথে ভালো ব্যবহার করতে হবে।

১১) পারসোনাল ব্যান্ডিং না থাকলে।

১২) বেশি পণ্য মজুদ করলে।

১৩) ব্যবসায়িক আয়ের চাইতে ব্যয় বেশি হলে।

১৪) পণ্যের উপর্যুক্ত সোসিং করতে না পারলে।

১৫) পুজিঁর সঠিক ব্যবহার না করতে পারলে।

১৬) সততা, চেষ্টা ও পরিশ্রম না থাকলে।

১৭) মার্কেটিং কৌশল জানতে হবে।

১৮) ভালো ফটোগ্রাফি না করতে পারলে।

১৯) হিসাব সংরক্ষণ না করলে।

২০) কাস্টমারের সাথে যোগাযোগ করতে অনআগ্রহ দেখালে।

0 403