SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি

তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি (Fate of three Germ Layers):

গ্যাস্ট্রুলেশনের ফলে সৃষ্ট এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম ভ্রূণের গঠন ও বিকাশের যাবতীয় উপাদানের উৎস। নিচে তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি উল্লেখ করা হলো।

এক্টোডার্মের পরিণতি : প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সমগ্রদেহের বাইরের আবরণ গঠিত হয় এক্টোডার্মের কোষ দিয়ে। এক্টোডার্মের এ কোষস্তর মেসোডার্মের মেসেনকাইম কোষের সাথে সম্মিলিতভাবে দেহের ত্বক গঠন করে। ত্বকের এপিডার্মিস গঠিত হয় এক্টোডার্মাল কোষস্তর থেকে। ত্বকোদ্ভূত বিভিন্ন গ্রন্থি, চুল, নখ, পালক, শিশু, ক্ষুর, আইশ এবং চোখের লেন্স ইত্যাদি সৃষ্টি হয় এপিডার্মিস থেকে। পৌষ্টিকনালির অন্তঃপ্রাচীর এক্টোডার্মজাত কোষ দিয়ে আবৃত থাকে। ঠোঁট ও মুখবিবরের আবরণ, বিভিন্ন মৌখিকগ্রন্থি, জিহ্বার আবরণ, পায়ুর অভ্যন্তরীণ আবরণ, ক্লোয়েকার অংশ ইত্যাদিও এক্টোডার্ম থেকেই গঠিত হয়। তা ছাড়া দাঁতের এনামেল, সকল সংবেদী অঙ্গ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়।

২. মেসোডার্মের পরিণতি : ভ্রূণ বিকাশের সময় এন্ডোডার্ম থেকে মেসোডার্ম সৃষ্টি হয় এবং এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে অবস্থান করে। ভ্রূণীয় বিকাশের প্রাথমিক পর্যায়ে মেসোডার্ম থেকে এপিমিয়ার, মেসোমিয়ার এবং হাইপোমিয়ার নামে তিনটি অংশের উত্তর হয় এবং এরা সুনির্দিষ্ট অঙ্গ গঠন করে। এপিমিয়ারের কিছু অংশ মেসেনকাইমরূপে ত্বকের ডার্মিস এবং কিছু অংশ নটোকর্ড গঠন করে। এপিমিয়ারের বাকী অংশ মায়োটোম গঠন করে যেগুলো থেকে দেহের অধিকাংশ পেশি গঠিত হয়। মেসোমিয়ার গঠন করে রেচন ও জনন অঙ্গ এবং এদের নালিসমূহ। হাইপোমিয়ার প্রাণীর ঐচ্ছিকপেশি, হৃৎপিণ্ড, দেহগহ্বরের অন্তঃআরবণী, পেরিকার্ডিয়াম ইত্যাদি গঠন করে। উপাঙ্গিক কঙ্কাল, যোজক টিস্যু, রক্তকণিকা, রক্তনালি, লসিকা, লসিকানালি, লসিকাগ্রন্থি, চোখের বিভিন্ন অংশ, দাঁতের ডেন্টাইন, বৃক্কের কর্টেক্স, শিং ইত্যাদি গঠিত হয় ভ্রূণের মেসোডার্মের মেসেনকাইম থেকে।

৩. এন্ডোডার্মের পরিণতি : ভ্রূণীয় আর্কেন্টেরণের অন্তঃআবরণী ছাড়া এর সম্পূর্ণ অংশই গঠিত হয় এন্ডোডার্ম থেকে। এখান থেকে গলবিল, গলনালি, পাকস্থলি এবং অস্ত্র গঠনের সাথে সাথে বৃক্ক ও অগ্ন্যাশয়ের আবির্ভাব ঘটে। এসময় গলবিল অঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর পার্শ্বদেশ থেকে কয়েক জোড়া ক্ষুদ্র থলিকা উদ্ভবের মাধ্যমে গঠিত হয় মধ্যকর্ণ, টনসিল, থাইমাস এবং থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থি। স্থলচর মেরুদণ্ডী প্রাণিদের ক্ষেত্রে গলবিলের অঙ্কীয়ভাগের একটি উপবৃদ্ধি থেকে ল্যারিংক্স, ট্রাকিয়া ও ফুসফুসের সৃষ্টি হয়। তাছাড়া মূত্রথলি, মূত্রনালি ও সংশ্লিষ্ট গ্রন্থি সৃষ্টি হয় এন্ডোডার্ম থেকে।

Content added By