SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - বি.এস.টি.আই- এর ধারণা

মানুষ পণ্য কেনে প্রয়োজন পূরণের জন্য। কিন্তু কোন পণ্য প্রয়োজন পূরণে কতটা সমর্থ তা মানুষের পক্ষে সর্বত্র বুঝে নেয়া সম্ভব হয় না। চাল, ডাল, মরিচ, তরকারি ইত্যাদি দেখে কেনা যায়। কিন্তু যখন মরিচের গুড়া কেনা হয় তখন এ গুড়ার প্যাকেটে আরো কিছু মেশানো হয়েছে কি না এটা দেখার উপায় নেই । কেউ টেলকম পাউডার কিনবে। এখন এর মধ্যে কী আছে, কতটা ত্বকের জন্য উপযোগী এটাতো বোঝা যাবে না । এভাবে = নানান সামগ্রী আমরা যা কিনি তার মান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বা মানসম্মত পণ্য সামগ্রী যাতে ভোক্তাসাধারণ ভোগ করতে পারে তার ব্যবস্থা করতে সরকারের দায়িত্ব রয়েছে। এজন্য সরকার যে সংস্থাকে এরূপ দায়িত্ব ন্যস্ত করেছে তাই বি.এস.টি.আই নামে পরিচিত ।

বিএসটিআই এর লোগো

বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যেই সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বিএসটিআই বলে। ১৯৮৫ সালে সরকার এক অর্ডিন্যান্স বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ও সেন্ট্রাল টেস্টিং ল্যারবেটরিজ নামক দু'টি প্রতিষ্ঠানকে একত্রিত করে বর্তমান বি.এস.টি.আই নামক প্রতিষ্ঠান গড়ে তোলে। এর উদ্দেশ্য হলো শিল্প, খাদ্য ও রসায়নিক পণ্যের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য একটা জাতীয় মান তৈরি করা এবং ঐ মান নিশ্চিত করার ব্যবস্থা করা। একই সাথে মেট্রিক পদ্ধতি চালু এবং ওজন ও পরিমাপের যথার্থতা দেখাশুনার দায়িত্বও এ প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করা হয় । এছাড়াও সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে সকল পণ্যের জন্য বাধ্যতামূলক মান নিবন্ধনের নির্দেশ দেবে সেটার মান পরীক্ষা করে নিবন্ধনের ব্যবস্থা করাও এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটা প্রতিষ্ঠান ।

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.