Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

বস্ত্রে রং ও ছাপা

All Question - (163)

নিচের অনুচ্ছেদটি পড় প্রশ্নের উত্তর দাও:

আফরিন একটি কাপড়ের ওপর নকশা এঁকে নকশার স্থানটি মোম দিয়ে ঢেকে বাকি স্থানে রং করল। রং করার ২৪ ঘণ্টা পর মোম ছাড়িয়ে ফেলল।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

সুমনা তার ঈদের জামাটিতে বাটিকের সাহায্যে নকশা করবে বলে মোমের নিম্নরূপ মিশ্রণ তৈরি করলো। প্যারাফিন বা সাদা মোম-১ কেজি, মধু মোম বা লাল মোম-৫০০ গ্রাম, রজন-৫০০ গ্রাম।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

হারুন নরসিংদীতে বেড়াতে গিয়ে একটি রং উৎপাদনকারী কারখানা দেখলো। কারখানার ভেতরে গিয়ে দেখতে পেল বস্ত্রকে দ্রবণে ডুবানো হচ্ছে। এছাড়াও বস্ত্রে রং করার পদ্ধতি কত রকম হয় সে সম্পর্কে জানলো।

তুঁতের দ্রবণে
রঙিন দ্রবণে
সালফিউরিক এসিডের দ্রবণে
পটাশিয়াম ডাই অক্সাইডের দ্রবণে

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

রঞ্জিত একজন ব্যবসায়ী। তার সুতা ডাইং এর প্রতিষ্ঠান রয়েছে। সুতা রং করতে তিনি প্রাকৃতিক রং ব্যবহার করেন। রং তৈরিতে বিভিন্ন উপাদান ও ব্যবহার করেন।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

রাজিয়া কাপড়ে যে রং ব্যবহার করে তা মূলত ধৌতকরণেও নষ্ট হয় না। আলোর প্রভাবে এ রং হালকা হয়ে যায়। যে সমস্ত কাপড় বারবার ধোয়ার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে এ রং প্রযোজ্য।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

রাহিক গতকাল যে রং উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করলো, সেখানে সে প্রথম আবিষ্কৃত কৃত্রিম রং এর ব্যবহার দেখতে পায়। এ প্রকার রঙে হাইড্রোক্লোরিক এসিড লবণ হিসেবে ব্যবহৃত হয়।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

রতন একটি টেক্সটাইল মিলে ডাইং ও প্রিন্টিং সেকশনে কাজ করে। রতন কাপড়ে বিভিন্ন রং প্রয়োগ পদ্ধতির উপর প্রশিক্ষণ নেয়। কাঁচামাল অবস্থায় তত্ত্বতে রং প্রয়োগে রতন দক্ষতা অর্জন করে।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :

বৃষ্টি কাপড়ে সুতা দিয়ে গিট দিয়ে বাঁধন সৃষ্টি করছে। কাপড়টিকে ডাই করে আকর্ষণীয় নকশার একটি পোশাক তৈরি করার পরিকল্পনা করেছে। সে ডাইটি ভ্যাট কালার এ করলেও এতে ভ্যাট ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থের প্রয়োগ ঘটানো যায়।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

মৌসুমির বুটিকশপ আছে। মৌসুমি তার পোশাকে যে প্রিন্ট ব্যবহার করেন তা প্রথম ইউরোপের বস্ত্র ছাপায় ব্যবহৃত হয়েছিল। তিনি বস্ত্র ছাপার কাজে কাঠের ডায়েস, প্রাকৃতিক উপাদান যেমন- ঢেঁড়স, আলু, গাজর প্রভৃতি ব্যবহার করেন। প্রিন্টিং কাজের প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে তার।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

কনা একটি কামিজে মোম দিয়ে নকশা তৈরি করছে। মোমের মিশ্রণ তৈরিতে কণা প্রুশিয়ান রং ব্যবহার করল ১০ গ্রাম।