SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

দরজার উপাংশের বিন্যাস অনুযায়ী দরজা নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • ব্যাটেনড এবং লেজড ডোর (Battened and Ledged Door )
  • ব্যাটেনড়, লেজড এবং ব্রেসড ডোর (Battened, Ledged and Braced Door )
  • ব্যাটেনড, লেজড এবং ফ্রেমড ডোর (Battened, Ledged and Framed Door )
  • ব্যাটেনড, লেজড, ব্রেসড এবং ফ্রেমড ডোর (Battened, Ledged, Braced and Framed Door )

নির্মাণ পদ্ধতি অনুযায়ী দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-

  • ফ্রেমড এবং প্যানেলড ডোর (Framed and Paneled poor )
  • গেজড বা সাশ ডোর (Glazed or Sash Door )
  • ফ্লাশ ডোর (Flush Door )
  • লুভার্ড ডোর (Louvered Door )
  • ওয়্যার গেজড ডোর (Wire Gauzed Door )

কাজের প্রকৃতি অনুযায়ী দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • রিভলভিং ডোর (Revolving Door )
  • স্লাইডিং ডোর (Sliding Door ) ।
  • সুইং ডোর (Swing Door)।
  • কলাপসিবল স্টিল ডোর (Collapsible Steel Door )
  • রোলিং স্টিল শাটার ডোর (Rolling Steel Shutter Door )

বিভিন্ন প্রকার দরজার নাম এবং প্ল্যান, এলিভেশন ও ত্রিমাত্রিক দৃশ্যে ব্যবহৃত দরজার প্রতীক

মেটাল দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • মাইন্ড স্টিল শিট ডোর (Mild Steel Sheet Door )
  • করুলেটেড স্টিল শিট ডোর (Corrugated Steel Sheet Door )
  • হলো মেটাল ভোর (Hollow Metal Door)
  • মেটাল কভারড প্লাইউড ডোর (Mel Covered Plywood Door )
Content added By