SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

বিভিন্ন জাতের রাজহাঁসের বৈশিষ্ট্য (Characteristics of different species of Goose )

টাউলোজ রাজহাঁস (Toulouse Goose)

  • এদের উৎপত্তি ফ্রান্সে।
  • এরা মাংসল ও বড় আকারের রাজহাঁস । 
  • দেহ লম্বা, প্রশস্থ ও গভীর বা মাটির সমান্তরাল করে রাখে। 
  • টাউলোজ রাজনের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের বুক উঁচু, পুরু ও গভীর। 
  • ডানা লম্বা, লেজ খাটো, মাথা বড়, ঠোঁট মজবুত, গলা লম্বা ও পুরু এবং পা মজবুত।
  • পালকের রঙে গাঢ় ও হালকা ধূসরের মিশ্রণ দেখা যায় । 
  • ঠোঁট, পা ও পায়ের পাতা কমলা এবং চোখ খোলা বাদামি রঙের।
  • প্রাপ্তবয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ১২.৭-১৩.০ কেজি ৩৯১ - ১০০ কেজি হয়ে থাকে।

 

অ্যাম্বডেন  রাজহাঁস (Embdan Goose)

  • এ জাতের রাজহাঁসের উৎপত্তি জার্মানিতে। 
  • এদের দেহ প্রশস্থ, পুরু ও গোলাকার। 
  • পিঠ লম্বা, সোজা ও মজবুত।
  • ডানা দুটো আকারে লম্বা। 
  • মাথা লম্বা ও সোজা, ঠোঁট মজবুত । 
  • চোখ খুবই উচ্ছ্বল হয়ে থাকে। পা খুব খাটো, পালক শক্ত ও সুবিন্যস্থ। 
  • হাঁসা ও হাঁসী উভয়েই সাদা রঙের। 
  • ঠোঁট কমলা এবং চোখ হালকা নীল। 
  • পা ও পায়ের পাতা কমলা রঙের। 
  • প্রাপ্ত বয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যা ১৩.৬ - ১৫.৪ কেজি ও ১১ - ১০.০ কেজি হয়ে থাকে।

 

আফ্রিকান রাজহাঁস (African Goose)

  • এরা আকারে বেশ বড় ও লম্বা। 
  • মাথা প্রশস্থ ও গভীর। 
  • মাধায় বড় ধরনের গুটি থাকে।
  • মাথা খাঁড়া করে চলাফেরা করে। 
  • পিঠ প্রশস্থ, চ্যাপ্টা ও লম্বা, বুক গোলাকার । 
  • ডানা বড় ও মজবুত এবং লেজ বড়।
  • এদের গলকমল রয়েছে যা পুরু ও বড়। 
  • পা মাঝারি পদ্মা।
  • হাঁসা ও হাঁসী উভয়ের মাথার রঙ হালকা বাদামি, ডোরাকাটা দাগ থাকে। 
  • প্রাপ্তবয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৯.১০ ও ৮১৫ কেজি হয়ে থাকে।

 

আমেরিকান ধূসর রাজহাঁস (American Gray Goose)

  • এরা আকারে মাঝারি। বুক প্রশস্থ ও গভীর। 
  • ঘাড় থেকে লেজ পর্যন্ত পালক ধনুক আকৃতির । 
  • লেজে চ্যাপ্টা খাড়া পালক থাকে। 
  • মাথা আকারে মাঝারি ও ডিম্বাকৃতির। 
  • খাঁড়া ও মাঝারি লম্বা গলাটি চলাফেরার সময় উঁচু করে রাখে ।
  • মাথার পালক ফ্যাকাসে ধূসর এবং তা বুক পর্যন্ত বিস্তৃত। শরীরের পালক হালকা ধূসর রঙের এবং তা ক্রমশ ফ্যাকাসে হয়ে পেট, পিঠ ও লেজে সাদা পালকে রূপান্তরিত হয়েছে।
  • লেজের পালকে বাদামি ও সাদার মিশ্রণ হলেও প্রান্তগুলো ফ্যাকাশে ধূসর। 
  • ঠোঁট, পা এবং পায়ের পাতা কমলা রঙের, চোখ ঘোলাটে কালো। 
  • প্রাপ্ত বয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৮.১৫ ও ৭.২৫ কেজি হয়ে থাকে।

 

ধূসর ব্রেকন রাজহাঁস (Gray Bracken Goose )

উৎপত্তিঃ এ জাতের রাজহাঁসের উৎপত্তিস্থল বৃটেনে। 

সাধারণ বৈশিষ্ট্য:

  • এরা আকারে মাঝারি এবং অত্যন্ত মাংসল । 
  • এ জাত খুবই প্রাণচঞ্চল এবং উর্বর ডিম উৎপাদক হিসেবে পরিচিত।
  • এদের শরীর প্রশস্থ, বুক গোলাকার, ডানা বড় ও মজবুত, গলা চিকন ও লম্বা ৷ 
  • এ জাতের রাজহাঁসের পা খাটো ও পালক আঁটোসাটো হয়। 
  • হাসা ও হাঁসি উভয়ের পালক ঘন ধূসর রঙের । 
  • পা ও ঠোঁট লালচে এবং চোখ গাঢ় বাদামি। 
  • হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৮.৯০ ও ৭.২৫ কেজি হয়ে থাকে ।

 

ধূসর পিঠওয়ালা রাজহাঁস (Gray-backed Goose)

 উৎপত্তিস্থল: এ জাতের উৎপত্তি ইউরোপে।

  • শরীর মাটির সমান্তরাল। 
  • আকারে মাঝারি । পিঠ বাঁকানো, লম্বা ডানা লেজের পালককে অতিক্রম করে। 
  • মাথা প্রশস্ত ও সুন্দর । 
  • বড় বড় চোখ, মাথার পালক ধূসর। 
  • গলার উপরের পালক ধূসর, নিচের পালক সাদা । 
  • পিঠের ধূসর পালকের প্রান্ত সাদা। বুক, শরীর, পাখা, লেজ সাদা। তবে ডানার প্রাথমিক ও মাধ্যমিক পালকের মাথাগুলো ধূসর রঙের। 
  • ঠোঁট কমলা, চোখ নীল, পা ও পায়ের পাতা কমলা রঙের । 
  • প্রাপ্তবয়ষ্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৭.৭ ও ৬.৮ কেজি হয়ে থাকে ।

 

চীনা রাজহাঁস (Chinese Goose)

  • চীনা রাজহাঁস আকারে ছোট । 
  • এরা খুবই উর্বর জাতের রাজহাঁস। 
  • এদের দেহ সুঠাম ও খাড়া। এরা অত্যন্ত তৎপর । 
  • এদের পিঠ বেশ খাটো ও প্রশস্ত। বুক গোলাকার, ডানা লম্বা ও মজবুত এবং তা শরীরের সাথে মজবুতভাবে এটে থাকে । 
  • এদের মাঝারি আকারের মাথায় বড় আকারের গুটি থাকে। 
  • গলা খুব লম্বা, অনেকটা সোয়ানের মতো । 
  • পা খাটো ও মজবুত; দুপায়ের মাঝখানের দূরত্ব বেশি। 
  • চীনা রাজহাঁস দুই ধরনের হয়ে থাকে, যেমন-সম্পূর্ণ সাদা ও বাদামি ধূসর রঙের। 
  • প্রাপ্ত বয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৪.৫ - ৫.৪৫ কেজি ও ৩.৬০ - ৪.৫৫ কেজি হয়ে থাকে ।

 

ছাই রঙের পিঠওয়ালা রাজ (Ash-backed Goose)

  • এদের উৎপত্তি আমেরিকায়। 
  • এরা আকারে মাঝারি । 
  • এদের প্রধান বৈশিষ্ট্য হলো ৰুক পুরু ও মাংসল, পিঠ বাঁকা, মাথা বড় ও বাঁকানো। 
  • মাথার রঙ সাদা।
  • গলার উপরের রঙ ছাই এবং নিচের রঙ সাদা। 
  • পিঠের রঙ সাদা। 
  • ঠোঁট লালচে, চোখ নীল এবং পা ও পায়ের পাতা লালচে। 
  • প্রাপ্তবয়স্ক হাঁস ও হাঁসীর ওজন যথাক্রমে ৭.৭ ও ৬.৮ কেজি।

পিল গ্রীমস (Pill Grimes )

  • এ জাতের উৎপত্তি বৃটেনে। 
  • এদের বুক গভীর, পুরু ও মাংসল। 
  • ডানা লম্বা ও মজবুত। দেহ সামান্য খাড়া।
  • মাঝারি আকারের মাথাটি ডিম্বাকৃতির। 
  • পালক শক্ত, উজ্জ্বল আঁটোসাটো। 
  • হাঁসা সাদা রঙের, তবে এর ডানা ও পিঠে ধূসর রঙের দাগ আছে। 
  • হাঁসির মাথায় সাদা ও ধূসর রঙের মিশ্রণ। 
  • গলা ও বুকের ধূসর রংয়ের পালক ক্রমশ পেছন দিকে ফ্যাকাশে হতে হতে সাদা রঙে পরিণত হয়েছে। 
  • ঠোঁট কমলা 
  • চোখ ঘোলা বাদামি রঙের। 
  • পা ও পায়ের পাতা কমলা রঙের। 
  • প্রাপ্তবয়স্ক হাঁসা ও হাঁসীর ওজন যথাক্রমে ৩.৩৫ ও ৫৯০ কেজি হয়ে থাকে।

 

রোমান রাজহাঁস ( Roman Goose)

  • এদের উৎপত্তি ভূমধ্যসাগরীয় এলাকায়। 
  • এরা আকারে ছোট, উজ্জ্বল সাদা রঙের। 
  • রাজহাঁসের দেহ সুঠাম গতীর ও গোলাকার।
  • এরা শান্ত স্বভাবের। 
  • দেহে হাড়ের তুলনায় আনুপাতিক হারে মাংসের পরিমাণ বেশি। পলা খাড়া। পা খাটো। 
  • ঠোঁট, পা ও পায়ের পাতা কমলা এবং চোখ হালকা নীল রঙের। 
  • প্রাপ্তবয়স্ক হাঁসীর ওজন যথাক্রমে ৫.৪৫ - ৬.৩৫ কেজি ও ৪.৫৫ - ৫.৪৫ কেজি হয়ে থাকে। 
  • রোমান রাজহাঁস আকারে ছোট। 
  • উজ্জ্বল সাদা রঙের এ রাজহাঁসের দেহ সুঠাম, গভীর ও গোলাকার।

 

সিবাস্টোপল রাজহাঁস (Sebastopol Goose)

  • এ জাতের উৎপত্তি পূর্ব ইউরোপে । 
  • এ জাতের রাজহাঁসের দেহ খাড়া, পেচানো ও অবিন্যস্ত সাদা পালকে আবৃত। 
  • এরা আকারে মাঝারি। 
  • ওজনের তুলনায় এদেরকে দেখতে অনেক বড় মনে হয়। 
  • বেশ মাংসল হয়ে থাকে। 
  • বুক বেশ পুরু ও গভীর। 
  • পা খাটো ও মজবুত। 
  • পা ও পায়ের পাতা কমলা রংয়ের চোখ উজ্জ্বল নীল রঙের। 
  • প্রাপ্তবয়স্ক হাঁসা ও হাঁসির ওজন যথাক্রমে ৬.৩৫ ও ৫.৪৪ কেজি হয়ে থাকে।

দেশী রাজহাঁস : 

বাংলাদেশে রাজহাস পালন তেমন জনপ্রিয় নয়। বাণিজ্যিক ভিত্তিতে এদেশে রাজহাঁস পোষা হয় না। তবে অনেকে সখ করে পুষে থাকেন । দেশী রাজহাঁসগুলোর মধ্যে দু'ধরনের রঙ দেখা যায়। একটির দেহের রঙ কিছুটা আফ্রিকান রাজহাঁসের রঙের ন্যায়। অন্যটি পুরোপুরি সাদা।

 

 

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.