SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

এই শিখন ফলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো জানতে পারব এবং পরিষ্কারক উপাদান ও সরঞ্জামগুলোর নাম চিত্র সহ জানতে পারব ।

কাজ শুরু করার আগে এবং পরে কর্মক্ষেত্র পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন ধরণের ক্লিনিং ইকুইপমেন্ট পাওয়া যায়। ব্যয়বহুল হলেও কার্যকারী ইকুইপমেন্ট ব্যবহার করলে অভি অল্প সময়ে কাজটি সম্পন্ন করা সম্ভব।

১.৪.১ পরিষ্কার পরিচ্ছন্ন কাজের ধাপ

  • সব আবর্জনা এবং বর্জ্য অপসারণ করি 
  • পরিষ্কারের জন্য শুল্ক ও ভেজা কাজগুলো ভাগ করে নেই
  • শুষ্ক কাজগুলি আগে সম্পন্ন করে তারপর ভেজা কাজগুলি করি 
  • উপর অংশের পরিষ্কারের কাজ, নিচের অংশ পরিষ্কারের আগে সম্পন্ন করি (যেহেতু ধূলিকণা নিচে পড়ে), সবশেষে মেঝে পরিষ্কার করি (পরিষ্কার প্রক্রিয়া থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য) 
  • একটি রুম বা এলাকার চারপাশে সুষ্ঠুভাবে কাজ করি যেন কোনও সারফেস বা ফল মিস না হয় বা কাজের ধাপ বাদ পরে না যায়
  • সকল আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি
  • কোন ধাতব পদার্থ থাকলে নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করি
  • একবারে কাজ শেষ করা সম্ভব হলে ক্লকওয়াইজ কাজ করি এবং এক্সিট দরজা পিছনে রেখে কাজ করি

১.৪.১ বিভিন্ন পরিক্ষার কারক উপাদান এর নাম সহ চিত্র দেয়া হল-

অনুসন্ধানমূলক কাজ 

তোমার প্রতিষ্ঠানের কাছাকাছি যে কোন একটি কার এসি কোম্পানির অথরাইজ্ড ওয়ার্কশপ পরিদর্শন কর। কার এসির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিট বিষয়ে নিম্নোক্ত ছকে তোমার মতামত দাও ।

 

Content added By
Promotion